রাম-কৃষ্ণ বলে,-‘আজি মোর দোষ নাই।
বান্ধিয়া এড়িমু দুই ঢঙ্গ এই ঠাঞি ॥
এড়িমু,—রাখিব।
. নিত্যানন্দ তাহাদের দুইজনের অধিকারের কথা জানাইলে রাম-কৃষ্ণ বলিলেন, “তোমাদের দুইজনকে এইস্থানে বন্ধন করিয়া স্থাপিত করিব এবং আমরা এখন হইতে এইস্থান পরিত্যাগ করিব। ইহাতে আমাদিগের কেহ অপরাধ গ্রহণ করিতে পারিবে না।’’ যদিও রাম-কৃষ্ণ এইস্থানে অর্চাবিগ্রহরূপে অবস্থিত আছেন, তথাপি গৌর-নিত্যানন্দের অধিকারের কথা স্থাপিত হওয়ায় তাঁহারা উঁহাদিগকে রাম-কৃষ্ণ-পদে প্রতিষ্ঠিত করিয়া এইস্থান পরিত্যাগ করিতে ইচ্ছা করিলেন।