ঘুচিল গোয়ালা—হৈল বিপ্র-অধিকার॥
আপনা চিনিয়া ছাড়া সব উপহার ॥
ব্রজলীলায় গোপতনয় রাম-কৃষ্ণ হইয়া তোমরা দধি, ছানা প্রভৃতি গবা একচেটিয়া করিয়া খাইয়াছ। এক্ষণে সেই সময় অতিবাহিত হওয়ায় ব্রাহ্মণবটুরূপে প্রকটিত হইয়াছ। সুতরাং এখনকার অধিকার জানিয়া ঐসকল উপহারের প্রতি লোভ পরিত্যাগ কর।