ধাতুমাত্র নাহি,—পড়িলেন পৃথিবীতে।দেখি’ সব পারিষদ লাগিলা কান্দিতে ॥
গৌরসুন্দর আনন্দে মুর্চ্ছিত হইয়া ভূমিতে পড়িয়া গেলেন। তাঁহার স্পন্দনময়ী জীবনীশক্তি লক্ষিত হইল না। পার্ষদগণ সকলেই ক্রন্দন করিতে লাগিলেন। ‘ধাতু’-শব্দে বাত-পিত্ত-কফাত্মক নাড়ীত্রয়।