নিজতত্ত্ব প্রকাশার্থ প্রহরেক রাত্রি থাকিতে মহাপ্রভুর- বিষ্ণুখট্টায় আরোহণ—
এই মতে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর। নিশি অবশেষ মাত্র সে এক প্রহর ॥২৮১॥