শ্রীবাস বামনারে এই নদীয়া হৈতে। ঘর ভাঙ্গি’ কালি লৈয়া ফেলাইব স্রোতে ॥
ব্রাহ্মণাপসদ কুল কলঙ্ক শ্রীবাসকে শ্রীনবদ্বীপ হইতে তাড়াইয়া দেওয়া আবশ্যক। শ্রীবাসের পর্ণকুটীর ভাঙ্গিয়া গঙ্গার স্রোতে ফেলিয়া দিব।