দর্দুরী উঠিয়া আছে শ্রীবাসের বাড়ী।
দুর্গোৎসবে যেন সাড়ি দেই হুড়াহুড়ি ॥
“শ্রীবাসের বাড়ীতে যেন ভেকের কোলাহল আরম্ভ হইয়াছে। দুর্গোৎসবকালে যেরূপ লোকে ব্যস্ত হইয়া হুড়াহুড়ি করে, ইহারাও তদ্রপ ব্যস্ত ও কোলাহলমত্ত॥
“যে নদীয়ায় সহস্র সহস্র পণ্ডিত-ব্রাহ্মণের বাস, সেই স্থানে আজ কিনা কতকগুলি শঠ বা লম্পট ব্যক্তি প্রাধান্য স্থাপন করিল।’’
ইতি শ্রীচৈতন্যভাগবতে মধ্যখণ্ডে ঐশ্বৰ্য্যপ্রকাশ-বর্ণনং নাম অষ্টমোঽধ্যায়ঃ।’’