পাষণ্ডী পাষণ্ডী যেই দুই দেখা হয়। গলাগলি করি’ সব হাসিয়া পড়য় ॥
দুইজন ভক্তিবিরোধী পাষণ্ডীর পরস্পরের সাক্ষাৎ হইলে ভক্তগণের আলোচনা করিতে গিয়া উচ্চ হাস্য ও গলাগলি করিয়া পড়িয়া যায়।