কেহ বলে,—“না দেখিল নিজ কর্ম-দোষে।
সে সব সূকৃতি, তা সবারে বলি কিসে?” ॥
কেহ বলিল,—“আমরা নিজ নিজ কর্মফলদোষে কীর্তনবিসাল দেখিতে পারিলাম না। যাহারা কীর্তনে যোগদান করিবার বা দেখিবার সুযোগ পাইয়াছে, তাহারা সুকৃতি অর্থাৎ ভাগ্যবান্। আমরা ভাগ্যহীন—তাহাদিগকে কেমন করিয়া কিছু বলি ?।”