আপন শরীর-মাঝে আছে নিরঞ্জন।
ঘরে হারাইয়া ধন চাহে গিয়া বন ॥
“নর-শরীরের মধ্যেই নিস্পাপ ব্রহ্মের অবস্থান। সুতরাং এই কীর্তনকারী অনভিজ্ঞগণ নিজ গৃহে ধনের অন্বেষণ না করিয়া ধন-লাভের আশায় বনে বনে বেড়াইলে তাহাতে কি ফল লাভ হইবে?’’ অহং গ্রহোপাসক-সম্প্রদায়ের এইরূপ উক্তি—ভক্তির স্বরূপনিরূপণে ব্যাঘাতের নিদর্শন মাত্র।