কেহ বলে,—“আত্ম বিনা সাক্ষাৎ করিয়া। ডাকিলে কি কার্য হয়, না জানিল ইহা ॥
কেহ বলিল,-“আত্মসাক্ষাৎকার ব্যতীত ‘কৃষ্ণ কৃষ্ণ’ বলিয়া ডাকিলে কিরূপে ফলোদয় হইবে?।’’