পরম সুবুদ্ধি ছিল নিমাই পণ্ডিত । এ গুলার নামে তার হা হৈল চিত ॥*২৫৪॥
‘ইহাদের এই প্রকার নৃত্য-কীর্তন যদি ভাল লোকে হঠাৎ কৌতূহলবশতঃ দেখিয়া ফেলে, তাহা হইলেও তাঁহাদের মস্তিষ্ক বিকৃত হয়। ইহার প্রত্যক্ষ প্রমাণ--উহাদের গোষ্ঠী বৃদ্ধি।’’