কীর্তন-মর্মে ও ধর্মতত্ত্বে অনভিজ্ঞ লোকের নানাপ্রকার
জল্পনা ও কোলাহল—
কেহ বলে,ব্রাহ্মণের নহে নৃত্য-ধর্ম।
পড়িয়াও এগুলা করয়ে হেন কর্ম ॥”
হরিবিমুখ অভক্তগণের মধ্যে পণ্ডিতাভিমানী কোন ব্যক্তি বলিলেন,-“ভূসুর ব্রাহ্মণের নৃত্য করা ধর্ম নহে। উহা নটাদি ছোট লোকের বৃত্তি। শাস্ত্র অধ্যয়ন করিয়াও এই প্রকার নীচ বৃত্তি ব্রাহ্মণ-সমাজে প্রবর্তিত হইল-ইহা বড়ই দুঃখের বিষয়।’’