খানি থাক, শ্রীবাসের কালি করোঁ কার্য। কালি বা কি করোঁ দেখোঁ অদ্বৈত আচার্য ॥
কেহ বলিল—“এইরূপ কার্য তাহারা অধিক দিন চালাইতে পারিবে না, সুতরাং দুই একদিন অপেক্ষা কর। দেখা যাউক, উহারা কি করিয়া তুলে।’’