যে না ছিল রাজ্য-দেশে, আনিয়া কীর্তন। দুর্ভিক্ষ হইল—সব গেল চিরন্তন ॥
চিরন্তন,—চিরম্+তন (ভাবার্থে তটন্) যাহা বহুকাল হইতে একভাবে চলিয়া আসিতেছে, বহুকাল প্রচলিত, চিরকালীন।