Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 245

Language: বাংলা
Language: English Translation
  • কেহ বলে,-“কালি হউক যাইব দেয়ানে।
     কাঁকালে বান্ধিয়া সব নিব জনে জনে

    কেহ বলেন,—“আগামী কল্যই আমরা ধর্মাধিকরণে ইহাদের নামে অভিযোগ উপস্থিত করিব। যে-সকল লোক দ্বার রুদ্ধ করিয়া কুক্ৰিয়াসক্ত হয়, তাহাদিগের প্রত্যেককেই পিঠমোড়া দিয়া বাঁধিয়া লইয়া যাইবে॥’’

    দেয়ানে,—(ফার্‌সী দীবান্‌) —রাজসভা, ধর্মাধিকরণ আদালত। কাঁকাল, —কটি, কোমর, মধ্যদেশ।

    যাহা কখনও এদেশে ছিল না, সেই হরিকীর্তন এখানে আনিয়া লোকের সাংসারিক সুখ-স্বাচ্ছন্দ্যের বাধা দিল। চিরদিনের জন্য সাংসারিক সুখ বিনষ্ট হইল—“দেশে দুর্ভিক্ষ দেখা দিল।

Page execution time: 0.0381438732147 sec