ভিন্ন লোক দেখিলে না হয় তার সঙ্গ।
এতেকে দুয়ারে দিয়া করে নানা রঙ্গ ॥
কেহ বলিল,—“আমরা দ্বার রুদ্ধ করিবার সঠিক সন্ধান পাইয়াছি। উহারা রাত্রিতে মন্ত্রের দ্বারা পঞ্চ প্রকার কন্যা আনয়ন করিয়া নানাবিধ ভক্ষ্যদ্রব্য, গন্ধ-মাল্য ও বিবিধ বস্ত্রদ্বারা ভোজনাচ্ছাদন পূর্বক নানা প্রকার বিলাসে প্রমত্ত থাকে এবং লোক লজ্জা-নিবারণকল্পে দ্বার বন্ধ করিয়া নানাপ্রকার কু-ক্রিয়া-রঙ্গে প্রমত্ত থাকে।