কেহ বলে,—“পাসরিল সব অধ্যয়ন। মাসেক না চাহিলে হয় অবৈয়াকরণ ॥
একমাস ব্যাকরণ অধ্যয়ন অধ্যাপনা না করিলে সুত্রগুলি সকলই বিস্মৃত হইতে হয়। সুতরাং নিমাই পণ্ডিত ব্যাকরণাদি সকল লেখাপড়া ভুলিয়া গিয়াছে।