নিয়ামক বাপ নাহি,—তাতে আছে বাই।
এতদিনে সঙ্গদোষে ঠেকিল নিমাঞি ॥”
নিয়ামক,—শাসক, পরিচালক।
“নিমাইর নিয়ামক পিতা অর্থাৎ অভিভাবক নাই। আবার তদুপরি সে বায়ুগ্রস্থ, কতকগুলি অসৎসঙ্গী তাহাকে অন্যায় কার্যে প্রবৃত্ত করাইয়াছে।’’
বাই—(বায়ু-শব্দজ) বায়ুরোগ, উন্মাদ, বাতিক।