কেহ বলে,—“হেন বুঝি-পূর্বের সংস্কার।”কেহ বলে,—“সঙ্গদোষ হইল তাহার ॥
কেহ কেহ বলিল,-“নিমাই পণ্ডিতের সঙ্গদোষ হওয়ায় লোক-চক্ষের অন্তরালে অসৎকার্য সম্পাদন করিবার জন্যই দ্বার রুদ্ধ করিয়াছে॥’’