কেহ বলে,—“আরে ভাই! মদিরা আনিয়া। সবে রাত্রি করি’ খায় লোক লুকাইয়া ॥"
কেহ কেহ বিচার করিল যে, উহারা লোকলজ্জা এড়াইবার জন্য মদ্য আনিয়া রাত্রিতে গোপনে পান করিবে বলিয়াই দ্বার রুদ্ধ করিয়াছে ।