কেহ বলে—“এগুলা-সকল মাগি খায়।
চিনিলে পাইবে লাজ দ্বার না ঘুচায় ॥”
যে-সকল লোক শ্রীবাসাঙ্গনে প্রবেশাধিকার পায় নাই, তাহারা নানাপ্রকার কুবাক্য বলিতে লাগিল, “যাহারা গৃহাভ্যন্তরে প্রবেশ করিয়াছে, তাহারা ভিক্ষা-বৃত্তির দ্বারা জীবন রক্ষা করিতেছে এবং আপনাদের দুর্দ্দশা অপরকে দেখাইতে লজ্জা বোধ করায় দ্বার বন্ধ করিয়াছে। যদি তাহা না হইবে, তাহা হইলে পেটের জ্বালায় গৃহস্থিত ব্যক্তিগণ অত চিৎকার করিবে কেন?।