প্রভুর আজ্ঞায় দৃঢ় লাগিয়াছে দ্বার। প্রবেশিতে নারে লোক সব নদীয়ার ॥
লোক সব নদীয়ার—পাঠান্তরে অন্যলোক নদীয়ার।