দ্বাররুদ্ধ করিয়া অন্তরঙ্গ ভক্তগণসহ কীর্তন এবং
অপরের প্রবেশ নিষেধ—
পূর্বে যেই সান্ধাইল বাড়ীর ভিতরে॥
সেই-মাত্র দেখে অন্যে প্রবেশিতে নারে ॥
ভগবানের নৃত্য-দর্শনে এত লোকভিড় হইয়াছিল যে, যাঁহারা শ্রীবাসের প্রাঙ্গণে পূর্বে প্রবিষ্ট হইয়াছিলেন, তাঁহারা ব্যতীত অপর কেহ সেই ভিড়ের মধ্যে প্রবেশ করিতে পারেন নাই।