এই মত সবা দেখি’ নানা-মত বলে। যেবা যেই বস্তু, তাহা প্রকাশয়ে ছলে ॥
শ্রীগৌর-লীলায় গৌরসুন্দর পূর্ব পূর্ব লীলার পাত্রগণ নাম উল্লেখ করিয়া পার্ষদগণকে আহ্বান করিতেছিলেন। এতদ্বারা গৌরগণসমূহ নির্দিষ্ট হইয়াছিল।