কীর্তন-নৃত্যে মহাপ্রভুর অদৃষ্টপূর্ব ও অশ্রুতপূর্বসাত্ত্বিক-বিকার॥
যাহা নাহি দেখি শুনি শ্ৰীভাগবতে।হেন সব বিকার প্রকাশে শচী-সুতে ॥
শ্রীমদ্ভাগবতেও যে-সকল বিকারের উদাহরণ লিপিবদ্ধ নাই, তাহাও গৌরসুন্দরের শ্রীঅঙ্গে প্রকাশিত হইয়াছিল।