সে বা কেনে ভাগবত পড়ে বা পড়ায়। ভক্তির প্রভাব নাহি যাহার জিহ্বায় ॥
যাহারা ভক্তির সৌন্দর্য না জানিতে পারিয়া প্রভু হইবার বাসনায় দাম্ভিকতার সহিত ভাগবত পাঠ করে, তাহাদের তাদৃশ পাঠ —বৃথা।