কতি গেল রমার বদন-দৃষ্টিসুখ। বিরহী হইয়া কান্দে তুলি’ বাহু-মুখ ॥
সম্ভোগ-রসের বিষয় হইয়া লক্ষ্মী-বদন নিরীক্ষণের পরিবর্তে মুখ ও বাহু উত্তোলনপূর্বক বিচ্ছেদ-সাগরে মগ্ন হইয়া ক্রন্দন করিতে লাগিলেন।