কোথায় রহিল বৈকুণ্ঠের সুখভার।
দাস্য-সুখে সব সুখ পাসরিল তার ॥
বৈকুণ্ঠনাথ নিজগলার বৈজয়ন্তী মালিকা বিচ্ছিন্ন করিয়া ভক্তপদতলে অর্পণ করিলেন; গরুড়ের স্কন্ধে আরোহণ করিয়া সুখে ভ্রমণ পরিহার করিলেন; শঙ্খ-চক্রাদি আয়ুধসমূহ বিচ্ছিন্ন হইল; অনন্ত-শয়ন-সুখ পরিহার করিলেন; গৌরসুন্দরের লীলায় দাস্যভাবে ধূলায় লুষ্ঠিত হইয়া রোদন করিতে লাগিলেন। প্রভুত্ব-সুখ পরিহার করিয়া দাসের সুখে প্রমত্ত হইলেন।