হইল পাপিষ্ঠ-জন্ম, তখন না হইল। হেন মহা-মহোৎসব দেখিতে না পাইল ॥
(গ্রন্থকার নিজ দৈন্য—জ্ঞাপনোদ্দেশে বলিতেছেন—মহাপ্রভুর প্রকটকালে তাঁহার অভ্যুদয় না হওয়ায় তাঁহার জীবন পাপ-পূর্ণ হইয়াছে, যেহেতু ভগবন্নৃত্য-মহোৎসব দর্শনের সৌভাগ্য তাঁহার হয় নাই।