যার নামানন্দে শিব বসন না জানে।
যার যশে নাচে শিব, সে নাচে আপনে ॥
ভগবানের ভক্ত মহাদেব ভগবন্নামানন্দে বিভোর হইয়া স্বীয় পরিধেয় বসন-ধারণে বিস্মৃত হন। যাঁহার কীর্তি গান করিতে গিয়া শিবের আনন্দ-নৃত্য, তিনি স্বয়ং নৃত্য আরম্ভ করিলেন। যশে-পাঠান্তরে ‘রসে’।