চরণ নাচায় ক্ষণে, খল খল হাসে। জানুগতি চলে ক্ষণে বালক-আবেশে ॥
জানুগতি চলে—হামাগুড়ি দিয়া ভ্রমণ করেন।
জানুগতি- জানুদ্বারা গতি (গমন), হামাগুড়ি।