ক্ষণে হয় বাল্য-ভাবে পরম চঞ্চল। মুখে বাদ্য বায় যেন ছাওয়াল-সকল ॥
কোন সময় পরম চঞ্চল বালকের ন্যায় বালোচিত মুখবাদ্যের আবাহন করেন।
বায়,—‘বাজায়’ (সংক্ষেপে ‘বায়’), বাদ্য করে।
ছাওয়াল,—শিশু, ছেলে, অর্বাচীন॥