ভাবাবেশে পাকল লোচনে যারে চায়।
মহাত্রাস পাঞা সেই হাসিয়া পলায় ॥
তাঁহার শব্দে কোন সময়ে পৃথিবী বিদীর্ণা হইত।
ক্ষণে ক্ষণে তিনি ভূমি হইতে আল্গা হইয়া অর্থাৎ ভূমি স্পর্শ না করিয়া গমন করেন। কোন কোন ভক্ত তাহা লক্ষ্য করেন, কেহ বা তাহা দেখিতে পান না।
আলগ—আল্গ (অলগ্ন-শব্দজ)—আল্গা, পৃথক, ভিন্ন ॥ পালক,—রক্তবর্ণ, লোহিত, অগ্নিবর্ণ।