কখনো বা করে কোটি সিংহের হুঙ্কার। কর্ণ-রক্ষা হেতু সবে অনুগ্রহ তাঁর ॥
প্রভুর কোটিসিংহবৎ হুঙ্কার-ধ্বনি জীবের কর্ণ-পটহ বিদীর্ণ করিতে সমর্থ হইলেও তিনি দুর্বল কর্ণ-পটহ রক্ষা করিবার জন্য তাহাদের প্রতি কৃপান্বিত হন।