আচার্য গোসাঞি বলে,—“আরে আরে চোরা! ভাঙ্গিল সকল তোর ভারিভুরি মোরা ॥”
অদ্বৈত প্রভু গৌরসুন্দরকে ‘চোরা’ সম্বোধন করিয়া বলিলেন,—‘আমরা তোমার সকল গরিমা বুঝিয়া লইয়াছি।’ ভারিভুরি,—ভড়ং, আড়ম্বর গাম্ভীর্য, সন্ত্রম, আত্মশ্লাঘা, গরিমা, জাঁক।