কখন বা হয় অঙ্গ জ্বলন্ত অনল।দিতে মাত্র মলয়জ শুখায় সকল ॥
কোন সময় তাঁহার গাত্রের তাপ জ্বলন্ত অগ্নিসদৃশ উপলব্ধ হইত। গাত্রে চন্দন লেপ দিতে দিতেই শুখাইয়া যাইত। মলয়জ,—মলয়-পর্বত-জাত চন্দন।