হরি ও রাম ॥ধ্রু॥যখন কান্দয়ে প্রভু প্রহরেক কান্দে। লোটায় ভূমিতে কেশ, তাহা নাহি বান্ধে ॥
প্রভুর কেশগুচ্ছ আলুলায়িত ছিল। ক্রন্দনের কালে এক প্রহরের মধ্যে সেই বিচ্ছিন্ন কেশগুলি বন্ধন করিবার অবকাশ পান নাই।