ঊষঃকাল হৈতে নৃত্য করে বিশ্বম্ভর। যূথ যুথ হৈল যত গায়ন সুন্দর ॥
সূর্যোদয়ের পূর্ব হইতে প্রভু স্বয়ং নৃত্যমুখে বিভিন্ন সম্প্রদায়ের গায়কগণের দ্বারা কীর্তন করাইয়াছিলেন।