দিনেক যে তোমা ভজে’ সেই মোর প্রাণ।
নিত্যানন্দ—তোর দেহ, মো হ’তে প্রমাণ ॥
শ্রীনিত্যানন্দ প্রভু বালকের ন্যায় স্বভাব প্রকাশ করিয়া শ্রীবাসের গৃহে বাস করিতেছিলেন। শ্রীবাসপত্নী মালিনী তাঁহাকে বাৎসল্য-রসে পুত্রের ন্যায় ভোজনাদি করাইতেন। তজ্জন্য শ্রীমহাপ্রভু নিত্যানন্দের প্রতি শ্রীবাসের অনুরাগ জানিবার জন্য তাঁহাকে বলিলেন,—“অজ্ঞাত-কুলশীল নিত্যানন্দের সহিত এত মিশামিশি ভাল নয়।’’ তদুত্তরে শ্রীবাস বলিলেন,—“আমি জানি, নিত্যানন্দ-তোমারই দেহ। ভগবত্তত্ত্বে দেহ-দেহী ভেদ নাই, তাহা আমাদের বাৎসল্য-রসের সেবায় প্রমাণিত হইতেছে। নিত্যানন্দের সেবা ও তোমার সেবায় কোন ভেদ নাই। আমি তোমার ভক্ত। আমি জানি, তোমাতে যাঁহার সেবা-প্রবৃত্তি আছে, সেই আমার হৃদয়ের আরাধ্য-বস্তু। আমাকে এরূপভাবে বিপরীত উক্তি -দ্বারা পরীক্ষা করা তোমার কর্তব্য নহে।