পুণ্যবন্ত শ্রীবাস-অঙ্গনে শুভারম্ভ। উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ ॥
শ্রীবাস-অঙ্গন বহু পুণ্যের আশ্রয়স্থল; যেহেতু তথায় ‘গোপাল গোবিন্দ’ কীর্তন-ধ্বনির শুভারম্ভ প্রবর্তিত হইয়াছিল।