যতক্ষণ প্রভু করে হরি-সংকীর্তন।
আইর না থাকে কিছু বাহ্য ততক্ষণ ॥
যেহেতু প্রভু ভূমিতে পড়িয়া গেলে জননীর ক্লেশ হইত, তজ্জন্য গৌরসুন্দর হরিসঙ্কীর্তনকালে শচীদেবীকে আনন্দে আবিষ্ট করিয়া তাঁহার বাহ্য সংজ্ঞা অপহরণ করিয়াছিলেন। তখন শচী আর আনন্দ ব্যতীত দুঃখের অনুভব করিতে পারেন নাই।