মহাপ্রভুর ছলনা বুঝিতে পারিয়া শ্রীবাসের উত্তর-প্রদান ও নিত্যানন্দে সুদৃঢ় বিশ্বাস জ্ঞাপন—
ঈষৎ হাসিয়া বলে শ্রীবাস পণ্ডিত। “আমারে পরীক্ষ’ প্রভু, এ নহে উচিত ॥