হেন সে আছাড় প্রভু পড়ে নিরন্তর। পৃথ্বী হয় খণ্ড খণ্ড, সবে পায় ডর ॥
আশ্রয়শূন্য হইয়া প্রভু ভূমিতে পড়িয়া গেলে মৃত্তিকা বিদীর্ণ হইত, তাহাতে সকলের আশঙ্কা হইত।