বল্গিয়া মরয়ে যত পাষণ্ডীর গণ॥
আনন্দে কীর্তন করে শ্রীশচীনন্দন ॥
রাত্রিকাল-চারি প্রহর। ভক্তগণ সকল রাত্রিই হরিনাম-ধ্বনিদ্বারা জীবকে তমোভাবের আশ্রয়ে অবস্থান করিতে বাধা দিতেন। উহাদের নিদ্রার ব্যাঘাত হওয়ায় উহারা বিরক্ত হইত, কিন্তু শচীনন্দন কীর্তনানন্দে মত্ত থাকিতেন।