এগুলা সকলে মধুমতী-সিদ্ধি জানে।
রাত্রি করি’ মন্ত্র জপি’ পঞ্চকন্যা আনে ॥
ভক্তগণ মধুমতী-নাম্নী সিদ্ধি লাভ করিয়া মন্ত্র-প্রভাবে পাঁচ প্রকার কুমারী আনয়ন করিয়া তাহাদের সহিত বাভিচার করে। তামস-তান্ত্রিকগণের পঞ্চম’কার ও বীরাচারাদি নানাপ্রকার লোকনিন্দিত আচারের দ্বারা মধ্যযুগ অপবিত্র ছিল। ভক্তিবিদ্বেষিজনগণ ভক্তগণের প্রতি নিষ্কাম কীর্তনে এই প্রকার কুভাব আরোপ করিতেও পশ্চাৎপদ হয় নাই॥ মধুমতী সিদ্ধি, —উপাস্য-নায়িকা-বিশেষ; যথা—“তথা মধুমতী-সিদ্ধির্জায়তে নাত্ৰ সংশয়ঃ । দেব-চেটী শতশতং তস্য বশ্যা ভবন্তি হি । স্বর্গে মর্ত্যে চ পাতালে স যত্র গন্তুমিচ্ছতি তত্রৈব চেটিকাঃ সর্বা নয়ন্তি নাত্র সংশয়ঃ ॥’’
(—ইতি কৃকলাসদীপিকায়াং ৩য় পটলঃ)।