জগতের লোকসকল দিবাভাগে বিষয়-কর্মে মত্ত থাকে, আর রাত্রিকালে নিদ্রার যাপন করে। কিন্তু প্রভুর আশ্রিত ভক্তগণ রজনীতে নিদ্রা না গিয়া দিবসের সকল সময়ে হরিকীর্তনের ন্যায় রাত্রিতেও হরিনাম কীর্তন করিতেন ॥১১৮॥
যাহারা ভগবদ্ভক্তিবিরোধী, তাহাদের পাষণ্ডিতা প্রবল। তাহারা বলিত যে, ভক্তগণ অনর্থক চীৎকার করিয়া মরিতেছে। রাত্রিতে মদ্য পান করিয়া ইহারা চীৎকার করে।
বল্গিয়া,—বল্গ্ +ভাবে অ=বল্গা—আস্ফালন সহকারে নৃত্য।