প্রভুর হুঙ্কার, আর নিশা হরিধ্বনি।
ব্রহ্মাণ্ডভেদয়ে যেন হেনমত শুনি ॥
জগতের লোকসকল দিবাভাগে বিষয়-কর্মে মত্ত থাকে, আর রাত্রিকালে নিদ্রার যাপন করে। কিন্তু প্রভুর আশ্রিত ভক্তগণ রজনীতে নিদ্রা না গিয়া দিবসের সকল সময়ে হরিকীর্তনের ন্যায় রাত্রিতেও হরিনাম কীর্তন করিতেন।