আজ হৈতে নির্বন্ধিত করহ সকল॥ নিশায় করিব সবে কীর্তন-মঙ্গল ॥
নির্বন্ধিত—দৃঢ়সঙ্কল্প। সকলে দৃঢ়সঙ্কল্প কর যে, আজ হইতে প্রত্যহ রাত্রে কীর্তন-মঙ্গলোৎসব করিব। ষোল নাম বত্রিশ অক্ষর আপতিতভাবে নির্বন্ধ—পূর্বক প্রত্যহ নিশাকালে কীর্তন করিবার সঙ্কল্প করিলেন।