সেই ত’ গাইল গীত নিরপরাধে। গৌরচন্দ্র আরোহণ কৈলা তার কান্ধে ॥
শিব-গান-গায়ক নিরপরাধে শিব-কীর্তন করার ফলস্বরূপে তাঁহার স্কন্ধে গৌরসুন্দর আরোহণ করিলেন।