অশ্রু, কম্প, স্বেদ, মূৰ্ছা, পুলক, হুঙ্কার।এককালে হইল সবার অবতার॥
গায়ক-মুকুন্দের ভক্তিযোগ-মহিমা কীর্তন শ্রবণ করিবামাত্র বিদ্যানিধি আনন্দ-পরিপ্লুত হইলেন এবং তাঁহাতে অকৃত্রিম অষ্টসাত্ত্বিক বিকারসমূহ দৃষ্ট হইল।